আরামবাগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেব!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : প্রশাসনিক বৈঠকের পর পরিষেবা প্রদান করবেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য, আরামবাগের কালীপুর মাঠে এই সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘাটালের তারকা সাংসদ দেব। রবিবার রাতে একটি অনুষ্ঠানে দেব জানিয়ে দেন, ঘাটাল তাঁর কাছে আবেগ। সেই ঘাটাল থেকে আবার তিনি প্রার্থী হওয়ার ইঙ্গিতও দেন। সাংসদের কথায়, “ঘাটাল নিয়ে সংসদে শেষ দিন আমি যা বলেছিলাম সেটা আবেগ থেকেই। আমার মধ্যে ঘাটাল নিয়ে আবেগ আছে। সেই জন‌্যই আমি আবার মনে হয় ঘাটাল থেকে দাঁড়াব।” আরামবাগের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা এবং দেবের বক্তব্যে ভোটে দাঁড়ানোর বিষয়টি কার্যত পরিষ্কার হয়ে যায়। এরপরই তৃণমূলের পক্ষ থেকে প্রার্থীর নামে দেওয়াল লেখা শুরু হয়ে যায়। ঘাটাল শহরে একাধিক জায়গায় সেই দেওয়াল লেখা হয়েছে। ঘাটালের গ্রামীণ এলাকায় অবশ্য সে ভাবে কোথাও দেওয়াল লেখা শুরু হয়নি। যদিও প্রার্থী কে হবে-তা নিয়ে অনেকটাই নিশ্চিত দলীয় কর্মীরা। এই পরিস্থিতিতে ঘাটালে দেবের আসার কথা চাউর হতেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর।