পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ধৃতিমান সরকার!
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ধৃতিমান সরকার। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরে লোকসভা ভোটের পাঁচ দিন আগে ২০ মে তাঁকে বদলি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। দায়িত্ব দেওয়া হয়েছিল সোনাওয়ানে কুলদীপ সুরেশ-কে। ভোটের আগেই সরানো নিয়ে জল্পনা ছড়িয়েছিল। প্রসঙ্গত লোকসভা নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা থাকে অফিসারদের বদলি সংক্রান্ত। প্রয়োজন অনুযায়ী অফিসারদের অন্যত্র বদলির নির্দেশ দিতে পারে কমিশন। এবারের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন বাংলায় এমন একাধিক পদক্ষেপ করেছে। লোকসভা ভোটের মাঝেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার IPS ধৃতিমান সরকারকে বদলির নির্দেশ দিয়েছিলো নির্বাচন কমিশন।
এবার ভোট প্রক্রিয়া মিটতেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে ধৃতিমান সরকারকে। মঙ্গলবার তার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। অপরদিকে সোনাওয়ানে কুলদীপ সুরেশকে ডিসিআর ব্যারাকপুরে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।