অপরাজিত থেকেই আই লিগ টু-এ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব!

নিজস্ব সংবাদদাতা : অপরাজিত থেকে আই লিগ টু চ্যাম্পিয়ন হল ডায়মন্ড হারবার। শনিবার চানমারি এফসিকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই খেতাব জিতল কিবু ভিকুনার দল। চ্যাম্পিয়ন হয়ে আই লিগে খেলার ছাড়পত্র সংগ্রহ করল ডায়মন্ড হারবার। নিয়ম অনুযায়ী দ্বিতীয় ডিভিশন আই লিগ থেকে দুটো দল প্রোমোটেড হবে। তাতেই আই লিগের ছাড়পত্র নিশ্চিত হয়ে যায়। কিন্তু এদিন খাতায় কলমে চ্যাম্পিয়ন হল। রাজীব গান্ধী স্টেডিয়ামে মিজোরামের ক্লাবের মুখোমুখি হওয়ার আগে ডায়মন্ড হারবারের এক পয়েন্ট প্রয়োজন ছিল। কিন্তু জিতেই চ্যাম্পিয়ন হল অভিষেক ব্যানার্জির দল। অভিষেক ব্যানার্জির লিখেছেন, “যা স্বপ্ন ছিল সেটাই আজ বাস্তব। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এখন আই লিগ ২ চ্যাম্পিয়ন। ঘামের প্রতিটা বিন্দু, প্রতিটা চ্যালেঞ্জ এবং প্রতিটা মুহূর্ত আজ আমাদের এখানে এনেছে। এটা তো সবে শুরু!”ম্যাচের ৮৫ মিনিটে জয়সূচক গোল করেন রবি মাণ্ডি। ম্যাচের পর কিবু ভিকুনা বলেন, 'চ্যাম্পিয়ন হওয়ায় অবশ্যই খুব খুশি। আমরা গত সপ্তাহে আই লিগ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিলাম।

কোচ কিবু ভিকুনা ও আরিয়ান রহমান

কিন্তু আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। একমাত্র দল হিসেবে আমরা আই লিগ থ্রি এবং টু জিতলাম। ম্যাচটা সহজ ছিল না। প্রথমার্ধে ওরাও সুযোগ পায়। দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি। ম্যাচের কন্ট্রোল আমাদের হাতে ছিল। তবে কোনও দলই খুব বেশি সুযোগ পায়নি। জিতে ভাল লাগছে। ছেলেদের জন্য খুশি। এই সাফল্য সবার। এবার সেলিব্রেট করার সময়।' ১৫ ম্যাচে ডায়মন্ড হারবারের পয়েন্ট ৩৭। অপরাজিত চ্যাম্পিয়ন। ১১টি ম্যাচই জিতেছে কিবু ভিকুনার দল। চারটে ম্যাচ ড্র হয়েছে।

রবিবার আই লিগ ২-এর ট্রফি নিয়ে একটি ছবি দেন সাংসদ অভিষেক ব্যানার্জি