মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যেতে পারে দিঘার দোকানপাঠ!
পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দোকান সরানোর কাজ শুরু করেছে সৈকত নগরীর দিঘা পুরসভা। পর্ষদের তরফে প্রায় দু’শোর বেশি দোকানদারকে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। যে গুলি ওড়িশা বর্ডার থেকে ওল্ড দিঘা গেট পর্যন্ত । যদিও এই উচ্ছেদ নিয়ে ক্ষিপ্ত সেখানকার বাসিন্দারা। এমনকি, আগামিকাল থেকে সৈকত নগরী স্তব্ধ করার ভাবনা দোকানদার-ব্যবসায়ীদের। সৈকত নগরীর দোকানদার-ব্যবসায়ীদের প্রশ্ন ,পুনর্বাসন না দিয়ে উন্নয়ন পর্ষদ কেন উচ্ছেদের নোটিস দিচ্ছে। এই বিষয়ে পর্যালোচনা না করলে, আগামিকাল থেকে বৃহত্তর আন্দোলনে নামবে এই কথাও বলতে শোনা যায়। ফলত স্তব্ধ হতে পারে সমগ্ৰ সৈকত নগরী দিঘা।