বড় বিপদ থেকে বাঁচল দিঘা পাঁশকুড়া (০৮১১৭)লোকাল ট্রেন!
নিজস্ব সংবাদদাতা : ১০ই জানুয়ারী শনিবার সকাল সাতটা কুড়ি নাগাদ হলদিয়া পাঁশকুড়া জংশনের আপ লাইনে পূর্ব মেদিনীপুরের তমলুক অঞ্চলের রাজগোদা এবং শহীদ মাতঙ্গিনী স্টেশনের মাঝখানে ২০/১৫ নাম্বার খুঁটির কাছে একটি রেল ট্রাক পুরোপুরি কেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে থাকতে দেখা যায়। ওখানকার স্থানীয় মানুষের তৎপরতায় কারণে বড়সড় দূর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ০৮১১৭ পাঁশকুড়া দীঘা লোকাল ট্রেন। স্থানীয় লোক বিষয়টি দেখতে পেয়ে সাউথ ইস্টার্ন রেল দপ্তরে খবর দেন। খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক অঞ্চলের রাজগোদা স্টেশনে দীঘা লোকালটিকে আটকে দেওয়া হয়।
তারপর রেলের কর্মীরা এসে সাময়িক মেরামত করে দীঘা লোকালকে পাস করানো হয়। সূত্র মারফত জানতে পারা যায় যে যদি আজ দীঘা লোকালটিকে রাজগোদা স্টেশনে আটকে দেওয়া না হতো তাহলে হয়তো লোকালটির লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকতো। ০৮১১৭ আপ লোকাল ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে দিঘা পৌঁছয় সকাল ৯টা ২০ মিনিটে। ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল সাড়ে ৯টায় দিঘা ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় ঢোকে। যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ অন্যান্য স্টেশনেও দাঁড়ায় এই ট্রেনটি। যার ফলে বড়সড় দুর্ঘটনা সম্ভাবনা প্রবল ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি, আরপিএফ এবং স্থানীয় পুলিশ।