২১শে জুলাই খড়গপুরে 'শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা' করবেন দিলীপ ঘোষ!
নিজস্ব সংবাদদাতা : দিলীপবাবু আগেই জানিয়েছিলেন ২১ তারিখ তিনি চমক দেবেন। প্রথমে রাজনীতির অলিগলিতে জল্পনা ছড়িয়েছিল তবে কি ধর্মতলায় যেতে পারেন এই বিজেপি নেতা? তবে প্রাক্তন এই সাংসদ জানালেন তেমনটা নয়। উল্টে তিনিও কর্মসূচির ডাক দিলেন। তিনিও শহিদ দিবস পালন করবেন বলে জানালেন। দিলীপ ঘোষ বলেন ২১ জুলাই খড়গপুরে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা’ করবেন । বাংলায় তৃণমূল কংগ্রেসের রক্তের রাজনীতির বলি হওয়া আড়াইশোর বেশি বিজেপি কর্মীত প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে ওই সভায়। ২১ জুলাই দুপুর ৩টা নাগাদ খড়গপুরের ১৮ নং ওয়ার্ডের গিরি ময়দানের কেদারনাথ মন্দির এলাকায় সভার আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জন্যও বিজেপি ২৫০-র বেশি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের শ্রদ্ধাঞ্জলি দেবেন তিনি। সেই কারণেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।