ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে বাড়িতে বসেই পরিষেবা পেলেন প্রতিবন্ধী যুবক!
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় বাবার মৃত্যুর এক বছর পর ব্যাংকের গোচ্ছিত টাকা পেলেন বেলিয়াবেড়া ব্লকের চোরচিতা গ্রামের স্নেহাংশু দে । বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছে বাবা মা দুজনেরই । ২০১৮ সালে গোপীবল্লভপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনার ফলে আহত হয়েছেন স্নেহাংশু দে । বর্তমানে স্নেহাংশু ৯০% শারীরিক প্রতিবন্ধী । স্নেহাংশু বলেন স্থানীয় রাষ্ট্রয়ত্ত ব্যাংকে বাবার নামে সেভিং একাউন্ট এ একটা টাকা ছিলো , আমি ক্লেম করতে গেলে ব্যাংক কতৃপক্ষ কোর্ট থেকে নানান কাগজ আনতে বলেন কিন্তু আমার পক্ষে কোর্ট গিয়ে সেসব আনা সম্ভব হয়নি তাই দীর্ঘ দিন ধরেই কাজটা পড়েই ছিলো । জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নানান সাফল্য সমাজ মাধ্যমে আমি দেখে আমাদের ব্লকের অধিকার মিত্র রীতা দাস দত্তের সাথে যোগাযোগ করি। গোপীবল্লভপুর ২ ব্লকের অধিকার মিত্র - রীতা দাস দত্ত বলেন আমাকে বিষয়টি জানানোর পরে আমি ওনাকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার মেডামের কাছে লিখিত আবেদন করতে বলি।ওনার লিখিত আবেদনের ভিত্তিতে আমরা ব্যাংক এর সাথে যোগাযোগ করে কোর্ট থেকে সমস্ত কাগজ এনে ব্যাংকে জমা করার দুই মাসের মধ্যেই স্নেহাংশু দের বাবার একাউন্ট এর টাকা স্নেহাংশু দের নিজস্ব সেভিং একাউন্ট এ গতকাল জমা হয়েছে। সচিব মেডামের নির্দেশে বুধবার ২২ শে জানুয়ারী ওই টাকার কথা আমি ওনার বাড়িতে এসে ওনাকে জানিয়ে দিলাম। বিনা মূল্যে বাড়িতে বসে এক বছরের সমস্যার সমাধান দুই মাসের মধ্যে হয়ে যাওয়ায় স্নেহাংশু জেলা আইনি পরিষেবা কতৃপক্ষকে ধন্যবাদ জানান।