জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ‍্যে আলোচনা সভা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : খড়্গপুরের গোপালী ইন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হল বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ‍্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি, পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য এবং বিজ্ঞান মানসিকতা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন খড়গপুর আই.আই.টি-র স্বনামধন্য অধ্যাপক নিশান্ত চক্রবর্তী, অরিজিৎ দে, তিতাস মণ্ডল, নারায়ণচন্দ্র দাস, বুধাদিত্য মুখার্জী, এবং অধ্যাপক সোমনাথ ঘোষাল। এই যুক্তিবাদী আলোচনায় গোপালী ইন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা ছাড়াও পাশাপাশি বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা পড়‍্যা দাস বলেন 'এই ধরনের অনুষ্ঠান আমাদের ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধিকে আরো বাড়িয়ে তোলে।' বিদ্যালয়ের শিক্ষক রামকৃষ্ণ মহাপাত্র সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, তিনি বলেন 'ছাত্র-ছাত্রীদের উপযোগী এই আলোচনা সভা জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে আরও কৌতুহলী করে তুলবে। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীরা হয়ে উঠবে বিজ্ঞানমনস্কও।'