মেদিনীপুর শহরে কেরানিতলা ঈদ কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : প্রতি বছরের মতো এবছরও মেদিনীপুর শহরে কেরানিতলা ঈদ কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ ঈদের আনন্দতে ,কমিটির পক্ষ থেকে প্রায় ১০০ জন মানুষকে নতুন শাড়ি তুলে দিয়েছে কমিটির পক্ষ থেকে ।তারই সাথে ক্যারাটা চ্যাম্পিয়ন পক্ষ থেকে একটি সেল ডিফেন্স দেখানো হয় কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেই বিষয় তুলে ধরে সাধারন মানুষের কাছে। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার ও সমাজসেবী ইয়াসিন পাঠান, ফাদার ভিন সেন্ড লোবো, মাওলানা আজহার আলী, কাউন্সিলার মোজাম্মেল হোসেন ১৩ নম্বর ওয়ার্ড, মৌ রায়, চন্দ্রানী দাস, আব্দুল ওয়াহেদ, সেক সাব্বির কেরানিটোলা ঈদ কমিটির সভাপতি প্রমুখবৃন্দরা।