খড়গপুর শহরে হলো বস্তি উন্নয়ন সমিতির জেলা সম্মেলন !

নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো খড়গপুর শহরে। সম্মেলন থেকে অসিত সরকার, সভাপতি ও পল্লব সরকার সম্পাদক নির্বাচিত হলেন। খড়্গপুর শহরের ইন্দা এলাকায় সম্মেলন উদ্বোধন করেন শিবেন্দু ঘোষ। বিদায়ী সম্পাদক কমল ঘোষ রিপোর্ট পেশ করেন। পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন অশোক সাঁতরা। উল্লেখ্য নভেম্বর মাসে মেদিনীপুর শহরে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।