"সবার শিক্ষা সবার সরস্বতী"

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : সরস্বতী পুজো বা বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন সকলে। দেবী সরস্বতীর পুজোর বিশেষ কিছু নিয়ম মেনে চলা হয়। বিদ্যা, বুদ্ধি, সুশিক্ষা লাভের জন্য সরস্বতীর পুজো করা হয়। এই তিথি থেকেই বসন্তের সূচনা। পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের একটি উদ্যোগ জেলাস্তরীয় সম্মাননা,মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের চুড়ান্ত ফলাফল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো। মোট ৮ টি বিভাগ ও ১৪ টি কলেজ অংশগ্রহণ করে।

চুড়ান্ত ফলাফল :

সেরা প্রতিমা --- মেদিনীপুর কলেজ।
সেরা আলপনা --- নারায়ণগড় গভঃ জেনারেল ডিগ্রী কলেজ,
দাঁতন কাশমুলী গভঃ জেনারেল ডিগ্রী কলেজ,
হিজলী কলেজ।
সেরা ভাবনা ---কে.ডি কলেজ।
সেরা আলোকসজ্জা --- গড়বেতা কলেজ,খড়গপুর কলেজ,
কেশিয়াড়ী গভঃ জেনারেল ডিগ্রী কলেজ ।
সেরা সার্বিক পরিবেশ --- গোয়ালতোড় কলেজ,শালবনী গভঃ জেনারেল ডিগ্রী কলেজ,মোহনপুর গভঃ জেনারেল ডিগ্রী কলেজ।
সেরা সজ্জা ---গৌরব গুঁইন মেমোরিয়াল কলেজ।
সেরা অভিনব পুজো --- দাঁতন ভট্টর কলেজ।
সেরার সেরা পুজো — বেলদা কলেজ।

জেলাস্তরীয় সম্মাননা পেয়ে খুশি কলেজ ছাত্র ও ছাত্রীরা।