নিজের কার্যালয়ে 'বাংলার বাড়ি' এবং 'বাংলার শস্য বীমা যোজনা' সংক্রান্ত সুখবরও দিলেন পশ্চিমমেদিনীপুরের জেলাশাসক!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে আজ, সোমবার থেকেই উঠে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি (MCC)-ও। সোমবার দুপুরে জেলাশাসক খুরশিদ আলী কাদরী নিজস্ব কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করার সাথে সাথেই, 'বাংলার বাড়ি আবাস যোজনা সংক্রান্ত সুখবরও শুনিয়েছেন জেলাশাসক। জেলাবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, "২০২১-'২২ সালে বাংলার বাড়ির জন্য ৩ লক্ষ ৮ হাজার ৪৬৪-টি আবেদন জমা পড়েছে। আজ থেকেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ শুরু হবে।" এজন্য প্রায় ১৩০০টি সমীক্ষক দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। তিনি এও জানিয়েছেন, এই তালিকা থেকে কিছু সংযোজন-বিয়োজন হবে। ঘাটালের বন্যা এবং 'দানা' দুর্যোগের প্রভাবে অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা আবেদন করলে তাঁদের নাম তালিকায় আসবে। তবে, কিছু নাম বাদও যেতে পারে বর্তমান সমীক্ষা অনুযায়ী। এই পুরো প্রক্রিয়াটি ৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও জানিয়েছেন জেলাশাসক।