Doda Bus Accident : ৩০০ ফুট গভীরে ছিটকে পড়ল বাস, জম্মু কাশ্মীরের দোদায় ভয়াবহ বাস দুর্ঘটনা, বহু মৃত্যু
Jammu Bus Accident: ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। শেষ পাওয়া খবর অনুযায়ী আহত হয়েছেন ১৯ জন । প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা। জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার দোদা জেলার (Jammu and Kashmir's Doda district ) আসার এলাকায় একটি বাস গভীর খাদে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। শেষ পাওয়া খবর অনুযায়ী আহত হয়েছেন ১৯ জন । ছয়জনের অবস্থা আশঙ্কাজমক। এদের আঘাত গুরুতর । কিশতওয়ার থেকে জম্মু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাঁচজন নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। আহতদের কিশতওয়ারের জেলা হাসপাতালে (District Hospital in Kishtwar and Government Medical College in Doda.) ভর্তি করা হয়েছে। দোদার সরকারি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে । তিনি আরও জানান, তিনি দোদা জেলা কমিশনার হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা বলেছেন তিনি এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আরও আহতদের সরিয়ে নিয়ে যেতে হেলিকপ্টার সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। পিটিআই সূত্রে খবর, আধিকারিকরা জানিয়েছেন, বাসটির নম্বর JK02CN-6555। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ৩০০ ফুট নিচে পড়ে যায়।