সরকারি হাসপাতালের বেডে রোগীর বদলে কুকুর! ভাইরাল ভিডিওতে তোলপাড়, সাফাইকর্মী বরখাস্ত!

নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলার কিল্লৌড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ঘটল এমন এক ঘটনা, যা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। হাসপাতালের যে বেডে রোগীদের চিকিৎসা হওয়ার কথা, সেই বেডেই দুপুরবেলা নিশ্চিন্তে ঘুমোচ্ছে পথকুকুর! রোগীশূন্য ওয়ার্ডে কুকুরদের এমন অবাধ বিচরণ ধরা পড়ে এক দর্শনার্থীর মোবাইল ক্যামেরায়। মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ভিডিও প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি তদন্তে নামে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্লক মেডিক্যাল অফিসার ধর্মেন্দ্র শর্মা জানান, "হাসপাতালের পরিবেশের এমন অবহেলা একেবারেই অগ্রহণযোগ্য। তদন্তে গাফিলতি স্পষ্ট হওয়ায় সাফাইকর্মীকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, ওই ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্সের সাত দিনের বেতন কেটে নেওয়ার নির্দেশও জারি হয়েছে।" স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—“হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি না থাকলেই এমন ঘটনা ঘটতে পারে। রোগীদের জীবন নিয়ে এমন উদাসীনতা কীভাবে চলতে পারে?” ঘটনার পর প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থা রুখতে হাসপাতালের নজরদারি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।