২০০৯ সালের চাকরি প্রার্থীদের প্যানেল প্রকাশ!

নিজস্ব সংবাদদাতা : ২০০৯ সালে চাকরি প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হল। মঙ্গলবার মোট ৩৬৪ জনের প্যানেল এদিন প্রকাশ করা হয়। একইসঙ্গে এদিনই নিয়োগপত্র ইস্যু করা হবে বলেও জানান হয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনার ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক বলেন, 'আমরা কনভার্টেড প্যানেল ও ৫ শতাংশ অ্যাডিশনাল প্যানেল সেটা আমরা আজ প্রকাশ করছি। স্কুল শিক্ষা দফতর সেটার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রীর স্বদিচ্ছায় এটা অনেক তাড়াতাড়ি সম্ভব হল।প্রসঙ্গত, গত সপ্তাহের শুক্রবার থেকেই দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা সদর দফতরের সামনে আমরণ অনশনেরর ডাক দেন ২০০৯-এর চাকরি প্রার্থীরা। মোট ১৮৩৪ জনের প্যানেল প্রকাশের দাবিতে, আমরণ অনশনে বসেন তাঁরা। পরপর কয়েকজন মস্তক মুণ্ডনও করেন। ডিপিএসসি ভবনের ঠিক উলটো দিকে, অনশন মঞ্চে বসে মাথা কামিয়ে প্রতিবাদ জানান তাঁরা।মঙ্গলবার চাকরি প্রার্থীদের কাছে নিয়োগপত্র যাওয়া শুরু হবে। তারপরেই দেখা গেল এদিন সাংবাদিক বৈঠক করে প্যানেল প্রকাশ করা হল।