প্রয়াত হলেন প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ কমল কৃষ্ণ মাইতি!
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ কমল কৃষ্ণ মাইতি।গত২০শে সেপ্টেম্বর ২৪বিকাল ৪- ৪৩মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকে তাঁর বয়স হয়েছিল ৭৩বছর।দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুকালীন সময়ে তিনি রেখে গেছেন পত্নী মিনতি মাইতি ,দুইকন্যা ডাঃ অনিন্দিতা ,ডাঃঅনুমিতা জামাতাদ্বয় কুণাল ও অভিষেক নাতি,-নাতনি উজান ও ঝোরা সহ আত্মীয় পরিজন অসংখ্য বন্ধুবর্গ ও গুণগ্রাহীদের।তাঁর নিজ গ্রাম করঞ্জীতে গত ৯ই অক্টোবর করঞ্জী হরিপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি আয়োজিত একটি স্মরণ সভা ভাবগম্ভীর পরিবেশেব অনুষ্ঠিত হয় ।সেখানে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গসহ গ্রামবাসীও অসংখ্য গুণগ্রাহী তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সভায় ডাঃ অভিষেক সাঁতরা,ডাঃসমীর পাল,জহর আলি,আব্দুল আলি সহ আরো বহু গুণী জন পাঁচশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।সুচিকিৎসক ডাঃ কমল কৃষ্ণ বড়মোহনপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে হায়ারসেকেন্ডারী পরীক্ষায় প্রথমবিভাগে উত্তীর্ণ হয়ে এন আর এস মেডিক্যাল কলেজ থেকে এম বি বি এস ওএস এস কেএম থেকে এম,এস করার পর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল ও পরে বাঙুর জেলা হাসপাতালে জেনারেল সার্জেন পদে কর্মরত অবস্থায় ২০১২সালে অবসর গ্রহণ করেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান হল একটি যুগের।