সমাজমাধ্যমে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলের নামে কিছু ভুয়ো খবর ছড়ানো হচ্ছে!
পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : গত চার দিন ধরে সামাজিক মাধ্যমে তিন জন চিকিৎসক পড়ুয়ার ছবি ঘোরাফেরা করছে। অভিযোগ উঠছে, তাঁরাই এই ঘটনার নেপথ্যে জড়িত। তাঁদের মধ্যে একজনের ছবি-নাম-সহ পোস্ট করে দাগিয়ে দেওয়া হচ্ছে, তিনি পূর্ব মেদিনীপুরের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর পুত্র ড. শুভদীপ সিনহা মহাপাত্র। সৌমেন মহাপাত্র কেঁদে ফেললেন আর বলেন, “আরজি কর কাণ্ডে পরিবার নিয়ে অপপ্রচার নিয়ে আমি বা আমার পরিবার জনরোষের শিকার হতে পারি। জনরোষ বুঝবে না কোনটা আমার ছেলে, কোনটা নয়, গণপিটুনির শিকার হতে পারি আমরা। সৌমেন মহাপাত্র বলেন, তাঁর ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র। ওই যুবক তাঁর পরিবারের কেউ না। এই প্রসঙ্গে তমলুকের বিধায়ক সৌমেনের দাবি, ‘‘তৃণমূলই এটা করিয়েছে। তৃণমূল তো এখন অসৎ লোকে ভরে গিয়েছে। যে নেতারা অসৎ উপায়ে পয়সা উপার্জন করেন, অর্ধশিক্ষিত, কোনও কোনও নেতার কৃপায় যাঁরা বড় বড় পদে আছেন, সেই সব লোকেরা আমাকে আটকাতে এই পথ অবলম্বন করছেন।’’ সৌমেন জানান, তাঁর ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র এসএসকেএম থেকে ডাক্তারি পাশ করে সেখানেই ইন্টার্ন ও হাউসস্টাফশিপ করেছেন। এখন পাঁশকুড়া ১ ব্লকের বিএমওএইচ। সৌমেন মহাপাত্র স্ত্রী সুমনা মহাপাত্র দাবি করেন, পাঁশকুড়ার তৃণমূলের একাংশ তার পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, এভাবে মিথ্যা প্রচার করে। যাঁর ছবি প্রকাশ্যে এসেছে, তাঁর পরিচয় প্রকাশ্যে আনেননি প্রাক্তন মন্ত্রী। তবে তিনি স্পষ্ট করেছেন, তিনি তাঁর ছেলে নন।