অযোধ্যার রামমন্দির ঝাঁ-চকচকে মন্দিরের ভেতরের অবস্থা অত্যন্ত বেহাল!

নিজস্ব সংবাদদাতা : বাইরে থেকে ঝাঁ-চকচকে মন্দিরের ভেতরের অবস্থা অত্যন্ত বেহাল। প্রথম বর্ষাতেই ছাদ চুঁইয়ে জলে ভরে গেল রামলালার গর্ভগৃহ। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে টর্চ জ্বেলে করতে হচ্ছে রামের আরতি। সব মিলিয়ে মন্দিরের প্রধান পুরোহিত জানালেন, এমন চলতে থাকলে আমাদের মন্দিরের দরজা বন্ধ করতে হবে।অযোধ্যায় রামলালার মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। রামলালার শোচনীয় অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, “উদ্বোধনের পর প্রথম বর্ষাতেই মন্দিরের ছাদ চুঁইয়ে গর্ভগৃহে জল পড়তে শুরু করেছে। যেখানে রামলালা রয়েছেন সেই জায়গার জল থই থই অবস্থা। এই পরিস্থিতিতে শর্ট সার্কিট যাতে না হয়ে যায় তার জন্য ভোর ৪টে ও সকাল ৬টার আরতি টর্চের আলোতে করতে হচ্ছে।” রীতিমতো ক্ষোভ উগরে মন্দিরের প্রধান পুরোহিত আরও বলেন, “যদি দু’একদিনের মধ্যে কোনও ব্যবস্থা না করা হয় তাহলে বাধ্য হয়েই আমাদের বন্ধ করতে হবে পুজাপাঠ। সেখেত্রে ভক্তদের জন্যও বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা।