মেদিনীপুর শহরের ভগবতীর শিশু শিক্ষায়তনে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ১৭ই আগস্ট রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ভগবতীর শিশু শিক্ষায়তনে অনুষ্ঠিত হলো গজরাজ ক্লাবের পরিচালনায়, গণেশ মহোৎসব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল এক অঙ্কন প্রতিযোগিতা। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাইস আড়াইশো জন প্রতিযোগী অংশ নেয় এই অংকন প্রতিযোগিতায়।সন্ধ্যা ৬ টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত, অঙ্কন প্রতিযোগিতায় ছোট্ট শিল্পীরা কাগজের ক্যানভাসে ফুটিয়ে তোলে তাদের স্বপ্ন, কল্পনা আর রঙিন ভাবনা।

প্রথম শ্রেণী রং ভরো, দ্বিতীয় শ্রেণীর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেমন খুশি আংকো। পুরস্কার প্রদান আগামী ২৬ শে আগস্ট কর্ণেরগোলার চক আদি দুর্গাপূজা মাঠে অনুষ্ঠিত হবে।এইদিন প্রতিযোগিতার আবহ ছিল প্রাণচঞ্চল ও উৎসবমুখর। শিশুদের হাসি-আনন্দ, অভিভাবকদের উচ্ছ্বাস আর আয়োজকদের আন্তরিকতায় জমে ওঠে এই সন্ধ্যা।গণেশ মহোৎসব কমিটির এই উদ্যোগ শিশুদের সৃজন শীলতা কে যেমন নতুন মাত্রা দিল, তেমনি মেদিনীপুর শহরকে উপহার দিল এক স্মরণীয় রঙিন সন্ধ্যা। অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিবম মাইতি,সমরিক ব্যানার্জী, সতীশ গোপ, সায়ন্তন ব্যানার্জী সুমন দাস, শান্তনু কুন্ডু সহ সকল গণেশ মহোৎসব কমিটির সদস্যরা।