দশটি হলুদ অ্যানাকোন্ডা পাচারের চেষ্টা, ধরা পড়লো বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। ব্যাংকক থেকে লোকটি বিমানে তার সাথে লাগেজে ১০টি অ্যানাকোন্ডা নিয়ে বেঙ্গালুরুতে আসে। কিন্তু কাস্টমস কর্মকর্তারা যখন লোকটির ব্যাগ চেক করেন, তারা অ্যানাকোন্ডা দেখে চমকে যান। এ ঘটনায় যাত্রী ও কর্মকর্তারা হতবাক। ব্যাঙ্কক থেকে আসা লোকটি ব্যাঙ্গালোর বিমানবন্দরে নামার পর কাস্টমস কর্মকর্তাদের চেকে ১০টি অ্যানাকোন্ডা পাওয়া গেছে।কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া এই ঘটনা সবাইকে চমকে দিয়েছে। ব্যাঙ্কক থেকে বেঙ্গালুরুতে আসা এক যাত্রীর কাছ থেকে বিশাল অ্যানাকোন্ডা জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। যাত্রীর ব্যাগ চেক করা হলে তাতে ১০টি হলুদ অ্যানাকোন্ডা পাওয়া যায়। তার স্যুট কেস খোলা হলে, কাস্টমস কর্মকর্তারা সাদা কভারে মোড়ানো অ্যানাকোন্ডা দেখতে পান।এ ঘটনায় জব্দ করা অ্যানাকোন্ডার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বন্যপ্রাণী চোরাচালান উপেক্ষা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। আমাদের দেশের আইন অনুযায়ী বন্য প্রাণীর ব্যবসা করা বেআইনি। তিনি বলেন, মামলাটি কাস্টমস অ্যাক্ট,১৯৬২-এর অধীনে দায়ের করা হয়েছিল, যেখানে বন্যপ্রাণী চোরাচালান প্রতিরোধের ধারা রয়েছে।