কলকাতায় মেঘভাঙা বৃষ্টি! ১৯৮৬-র পর সর্বোচ্চ বর্ষণের সাক্ষী শহর,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জন...
নিজস্ব সংবাদদাতা,কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই কলকাতা শহর যেন জলের শহরে পরিণত হয়। হাওয়া অফিস জানাচ্ছে, শহরের অন্তত সাতটি এলাকায় টানা ১ ঘণ্টা ধরে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে—যা ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টির শ্রেণিতে পড়ে।আলিপুর, বেহালা, গড়িয়াহাট, কসবা, জোড়াসাঁকো, মানিকতলা, ও লেকটাউন—এই সব এলাকায় এক ঘণ্টায় ভয়াবহ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু তাই নয়, কিছু এলাকায় দু’-তিন ঘণ্টার মধ্যে বৃষ্টি পৌঁছেছে ২০০ মিলিমিটারেরও বেশি—যা এক কথায় নজিরবিহীন।সেই জমা জলে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরের বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১৯৮৬ সালের পর কলকাতা এমন প্রবল বর্ষণের সম্মুখীন হয়নি। দক্ষিণবঙ্গ জুড়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উঠে আসার ফলেই এই ঘনঘটা তৈরি হয়েছে। কলকাতা পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এত বৃষ্টিতে শহরের একাধিক এলাকা ইতিমধ্যে জলমগ্ন। রাস্তায় যানজট, স্কুল-কলেজে ছুটি, অফিসপাড়া থেকেও আসছে অসুবিধার খবর। এসবের মাঝে চেতলায় জল সরাতে নিজের হাতে রাস্তায় নেমে জঞ্জাল সরাতে দেখা গেল মেয়র ফিরহাদ হাকিমকে। পাশাপাশি দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানালেন তিনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন।