রবিবার ১৬ ঘন্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু!
নিজস্ব সংবাদদাতা : রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ৯ই নভেম্বর প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই সেতুতে যান চলাচল করতে পারবে না। ওই সময়ে বিকল্প কোন পথে যান চলাচল করবে, তা জানিয়ে দিয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট।দুই শহরের সংযোগকারী অন্যতম প্রধান সেতু বন্ধের ফলে ভুগতে হয়েছে সাধারণ যাত্রীদের। রবিবারও একই সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে মেট্রো পথে বাড়তি ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে।মূলত খিদিরপুর ও এজেসি বোস রোড সহ বিভিন্ন জায়গা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠে গাড়িগুলি। তবে সেতু বন্ধ থাকার কারণে সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে হাওড়া ব্রিজের দিকে। প্রশাসনের তরফে প্রয়োজনে কেপি রোডেও গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।সে কারণে আজ সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোডে যানজটের সৃষ্টি হতে পারে। সেই চাপ সামলাতে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ।