দুই হাতে আট আংটি পরেছেন মেসি কেন?

নিজস্ব প্রতিবেদন : অষ্টম ব্যালন ডি'অর জয়কে স্মরণীয় করে রাখতে মেসিকে আটটি সোনার আংটি উপহার দিয়েছে স্পোর্টসওয়্যার প্রতিষ্ঠানটি। আংটিগুলো পরে ফটোশুটও করেন বিশ্বকাপ জয়ী তারকা। যেখানে খোদাই করে তার ব্যালন ডি'অর জয়ের বছরের অর্জন ফুটিয়ে তোলা হয়েছে।এবার মেসির ব্যালন ডি'অর জয়ের সুখস্মৃতি ভিন্ন মোড়কে উদযাপন করেছে স্পোর্টসওয়্যার কোম্পানি অ্যাডিডাস। রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ের পর মেসিকে ৮টি স্বর্ণের আংটি উপহার দিয়েছে স্পোর্টসওয়্যার জায়ান্টরা। যা দুই হাতের আঙ্গুলে পরে ফটোশুটও করেন বিশ্বকাপজয়ী তারকা। এর আগে বাস্কেটবল তারকা বিল রাসেল একইভাবে আংটি হাতে ফটোশুট করেছিলেন। অতীত স্মৃতি এবার মেসির মাধ্যমে ফেরালো অ্যাডিডাস। যা রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।১৪ ক্যারেট সোনার আংটিগুলোর বিশেষত্ব একটু ভিন্ন। প্রতিটি আংটিতেই খোদাই করা হয়েছে মেসির ব্যালন ডি'অর জয়ের বছরের কীর্তি। ছবিতে দেখা যায় তিন তারকা বিশিষ্ট একটি আংটি। যাতে খোদাই করে তুলে ধরা হয়েছে মেসির বিশ্বকাপ জয়ের স্মৃতি। এছাড়াও ৯১ লিখা রিং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এক বছরের সর্বোচ্চ ৯১ গোলের অর্জন।