দুর্গাপুর নগর নিগমের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে লক্ষাধিক টাকার তেল চুরির অভিযোগ।

দুর্গাপুর নগর নিগমের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে লক্ষাধিক টাকার তেল চুরির অভিযোগ। এই ঘটনাকে ঘিরে সোচ্চার স্থানীয় বিরোধী দল সিপিআইএম ও বিজেপি ।
এবার গাড়ির ডিজিটাল মাইলেজ মিটার হ্যাক করে অভিনব কায়দায় শহরের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ্য টাকার তেল চুরির অভিযোগ। ঘটনার সত্যতা স্বীকার করলেন দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ার পার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়।
এই ঘটনায় সোচ্চার হয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘরুই এই দুষ্কর্মের শাসক দলের কর্মীদের যুক্ত থাকার অভিযোগ আনেন, এছাড়াও তিনি অতি সত্বর এই দুষ্কর্মের সাথে যুক্তদের শাস্তির দাবি জানান নগর নিগম নেতৃত্বের কাছে।
আবার,
মেয়াদ উত্তীর্ণ দুর্গাপুর নগর নিগমের অস্বচ্ছ প্রশাসন নিয়ে সোচ্চার হয়ে পশ্চিম বর্ধমানের সিপিআইএম এর সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় প্রশ্ন তোলেন ড্রাইভারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে, এছাড়াও তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর বদলির ও দাবি জানান।

পুরো ঘটনায় ড্রাইভার দের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রত্যেকটি বড় অফিস থেকে কড়া নজরদারির নির্দেশ জারি করা হয়েছে ।