দুর্গাপুরের ফরিদপুর এলাকার NHIT কলেজ সংলগ্ন এলাকায় বন্ধ ঘর থেকে উদ্ধার ভিন রাজ্যের এক ব্যাক্তির মৃতদেহ

দুর্গাপুরের ফরিদপুর এলাকার NHIT কলেজ সংলগ্ন এলাকায় বন্ধ ঘর থেকে উদ্ধার ভিন রাজ্যের এক ব্যাক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে দাবি আজ সকালে বাড়ির মালিক ও প্রতিবেশীরা বন্ধ ঘর থেকে গন্ধ পেয়ে খবর দেয় পুলিশে। বাড়ির মালিক সূত্রে জানা যায় উক্ত ব্যাক্তি দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হসপিটালে দেখাতে এসেছিলেন এবং সেই কারণেই এই বাড়িটি ভাড়া নেন। সকাল থেকেই বাড়িটি থেকে উঠতে থাকে পচা গন্ধ, ইতিমধ্যেই পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য আসানসোলে পাঠিয়েছে। ঘরটি বাইরে থেকে বন্ধ থাকায় পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয়েছে ফরেন্সিক দলকে, তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। পুলিশের তরফ থেকে জানানো হয় খতিয়ে দেখা হবে হেল্থ ওয়ার্ল্ড হসপিটালের সিসিটিভি ফুটেজও।