দুর্গাপুরের বেনাচিতি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কমিটির খুঁটি পুজো পঞ্চায়েতমন্ত্রীর হাত ধরেই!

নিজস্ব সংবাদদাতা : আর মাত্র ৭২ দিন পরেই বাংলা তথা বাঙালি মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আরাধনায়। দুর্গাপুরের অন্যতম বড়ো বাজেটের পুজো বেনাচিতি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কমিটির। এবার দর্শক টানতে তাদের থিম 'হাওয়া মহল' । রবিবার খুঁটি পুজোর মাধ্যমে শুরু হল তারই প্রস্তুতি। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি-সহ বিশিষ্টজনেরা ।রাজস্থানের জয়পুরে অবস্থিত 'হাওয়া মহল' । জানা যায়, রাজস্থানের ওই 'হাওয়া মহলে' রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবনযাপন করতেন । নানান অনুষ্ঠানও হত । সেই 'হাওয়া মহলের' আদলে গড়ে উঠবে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবারের দুর্গাপুজোর মণ্ডপ । তবে এবার অগ্রণী ক্লাবের বদলে পুজো মণ্ডপ হবে বেনাচিতির মহিষ্কাপুর হাইস্কুলের মাঠে ।