দুর্গাপুরে অন্ডালের পুলিশের সহায়তায় পরীক্ষা দিতে পারল মাধ্যমিক পরীক্ষার ছাত্র!

নিজস্ব সংবাদদাতা :  সোমবার শুরু হল চলতি শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত । খনি অঞ্চলের দুর্গাপুর ফরিদপুর পাণ্ডবেশ্বর ও অন্ডাল ব্লকে ১৪ টি সেন্টারে প্রায় ১৫ শোর বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় দিচ্ছে। এরমধ্যে দুর্গাপুর উত্তর চক্রের চারটি পাণ্ডবেশ্বর চক্করে দুটি ও অন্ডাল চক্রে আটটি সেন্টার রয়েছে। সোমবার ছিল প্রথম পরীক্ষা। রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে গেল ছোট্টু কুমার নামে এক অন্ডালের ছাত্র। পুলিশ তার রেজিস্ট্রেশন কার্ড বাড়ি থেকে আনিয়ে দিল, তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকল ছাত্র। তাই এদিন নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে আসতে শুরু করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা । মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পরীক্ষার্থীদের সমস্তরকম প্রশাসনিক সহায়তা করবে ।