ভাড়া বাড়ি থেকে অবসরপ্রাপ্ত রেলকর্মী পচা গলা দেহ উদ্ধার!

নিজস্ব সংবাদদাতা :  বাড়ির মধ্য থেকে  অবসরপ্রাপ্ত এক ব্যক্তির পচা গলা দেহ  উদ্ধারের ঘটনায় গান চাঞ্চল্য দুর্গাপুর মহকুমার অন্ডাল ব্লকের অন্ডাল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে অন্ডাল মোড়ের ওই ভাড়া বাড়িতে একাই থাকতেন মদন রাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ওই ভাড়া বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশে খবর দেন। অন্ডাল থানার পুলিশ ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে ব্যক্তির পচাগলা দেহ পড়ে রয়েছে। ওই ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা ও রেলে কাজ করার নথিপত্র উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির এই বিষয়ে তদন্ত করছে দুর্গাপুর মহকুমার অন্ডাল থানার পুলিশ। এদিন ওই ব্যক্তির পাশের বাড়িতে প্রতিবেশীরা আচমকা পঁচা গন্ধ পান। তিনি আশপাশের লোকজনদের ডেকে জড়ো করলে তাদের সন্দেহ জাগে। এরপরেই দুর্গাপুর মহকুমার অন্ডাল থানার পুলিশকে খবর দেওয়া হয়।