দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেট সংলগ্ন কালীবাড়িতে মন্দিরের দরজা ভেঙে চুরির অভিযোগ!
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেট সংলগ্ন কালীবাড়িতে মন্দিরের দরজা ভেঙে চুরির অভিযোগ উঠে।সাধারণত রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মন্দির বন্ধ করে দেওয়া হলেও গত পরশু ১৫ই এপ্রিল অথাৎ পয়লা বৈশাখ উপলক্ষ্যে মন্দিরে ভীড় থাকায় রাতে মন্দির বন্ধ করতে রাত প্রায় সাড়ে নটা বেজে যায়। সেবাইত মন্দির বন্ধ করে বাড়ি ফেরার পথেই স্থানীয়দের মারফত খবর পান মন্দির চত্বরে চার পাঁচজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। তিনি তড়িঘড়ি মন্দিরে ফিরে এলে তাঁকে দেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরের দিন ১৬ই এপ্রিল মন্দির কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে বিধাননগর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ এবং কালীবাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিধাননগরের কমিউনিটি সেন্টার এলাকা থেকে গতকাল রাতেই দু’জনকে গ্রেফতার করে।