দুর্গাপুরে চিত্রালয় ময়দানে কমল মেলায় বঙ্গ নারীদের মন পেতে বীরাঙ্গনা বঙ্গ নারীদের সম্মান!
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ২৭শে জানুয়ারী দুর্গাপুরে চিত্রালয় ময়দানে দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে শুরু হলো কমল মেলা । বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ফেরানোর উদ্যোগেই এই মালার আয়োজন বলে দাবি। মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,সুকান্ত মজুমদার,শমীক ভট্টাচার্য,দিলীপ ঘোষ,সৌমিত্র খান প্রমুখ। চিত্রালয় ময়দানে পাঁচ দিন ধরে চলবে এই মেলা। ভারতীয় সংস্কৃতি, নানা স্থানীয় শিল্প, চিত্রকলার দোকান রয়েছে মেলায়, প্রত্যেক দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ভারতীয় বিভিন্ন ধারার সঙ্গীত, নৃত্য সেখানে পরিবেশিত হবে।
স্থানীয় শিল্পীদের সঙ্গে কলকাতা ও মুম্বইয়ের শিল্পীরাও অংশ নেবেন। বিজেপি নানা ভাবে সরকারি, দলীয় এবং স্থানীয় স্তরে ভারতীয় সংস্কৃতি ও সভ্যতাকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। ভারতবর্ষের প্রায় প্রতিটি নির্বাচনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ প্রতিটি রাজনৈতিক দলের কাছে এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর মহিলাদের জন্য বিভিন্ন জনমুখীর প্রকল্পগুলির ইতিমধ্যেই বঙ্গ নারীর মন জয় করে রেখেছে।
তাই হয়তো কেন্দ্রীয় সরকারের কমল মেলায় পশ্চিমবঙ্গের দশভূজা দশ বীরাঙ্গনা নারীর প্রতিকৃতি ও পরিচয় মন্ডিত সুসজ্জিত প্রধান প্রবেশদ্বার নির্মাণ হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিখ্যাত বলিউড সংগীতশিল্পী মোনালি ঠাকুরের এক মনোজ্ঞ সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।