দুর্গাপুরে অগ্নিকাণ্ড, মিশ্র ইস্পাত কারখানায় আগুন!
দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো, দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় সোমবার ৯টা ৪৫ মিনিটে এসএমএস বিভাগের ৩নং ইউনিটে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। কারখানার দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।জানা যায় কাজ চলাকালীন হয়ে ল্যাডেল ফুটো হয়ে গলিত লোহা বৈদ্যুতিক কেবল লাইনের উপর পড়ে যায়। আর তাতেই আগুন লেগে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। তারা বলেন, "দুর্গাপুর ইস্পাত কারখানা কিংবা মিশ্র ইস্পাত কারখানা কোনোটিরই আধুনিকীকরণ নেই, ফলে বারংবার এই দুর্ঘটনা ঘটছে। মৃত্যুর মতো অপ্রতীকর ঘটনাও ঘটছে। তবুও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই"।প্রসঙ্গত: এই এস এম এস বিভাগে এর আগেও দুর্ঘটনা ঘটে। গত ৩ মার্চ ল্যাডেল থেকে গলিত লোহা ছিটকে পড়ে স্থায়ী কর্মী ঋষিরাজ দাস এর গায়ে। প্রায় ৮০ শতাংশ পুড়ে যান তিনি। বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তাঁর।