দুর্গাপুরের গৃহবধূ ডক্টর পারোমি গোস্বামী ইন্ডিয়ার মিসেস ইউনিভার্স শিরোপা ২০২৪!

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর নিবাসী ডঃ পারোমি গোস্বামী ২০২৪ মিসেস ইউনিভার্সের জন্য জয়পুরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তাঁর মাথায় ওঠে শ্রেষ্ঠ সুন্দরীর মুকুট।মিসেস ইউনিভার্স ওয়েস্ট বেঙ্গল বিজয়ী ২০২৪ ডঃপারোমি গোস্বামী ফরএভার মিসেস ইউনিভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে সিরিজে ইন্টারন্যাশনাল পেজেন্ট বিজয়ীর খেতাব অর্জন করেছেন।তাঁর সাফল্যের যাত্রাটা শুরু হয়েছিল একজন সাধারণ গৃহবধূ থেকেই। ২০০৪ সালে বিবাহিত জীবন শুরু করেন উখড়ায় বড় হয়ে ওঠা পারোমি। বাবা ছিলেন কোলিয়ারির উচ্চ পদস্থ আধিকারিক। উখড়াতেই স্কুল জীবন শেষ করে দুর্গাপুর মাইকেল মধুসূদন কলেজ থেকে স্নাতক হন। আর পাঁচটা মেয়ের মতোই পড়াশুনা, বিয়ে, সংসার এসেছে সময়ের নিয়মে। তবে বিয়ের পর দুটি ছেলে মেয়ে ব্যাঙ্কে কর্মরত স্বামী, সুখী সংসার নিয়ে থেমে থাকেননি দুর্গাপুরের এই গৃহবধূ। বরং স্বামীর উৎসাহে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকেন। তাতে ছোটবড় সাফল্যও পান। তবে বড়সড় সফলতা আসে ২০২২ সালে। মিডিয়া কুইন দুর্গাপুরের শিরোপা পান তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ২০২৩ সালে গ্ল্যামার অফ কুইন, দুর্গাপুর ও মিসেস তিলোত্তমা, কলকাতা শিরোপা পান তিনি। এরপর ২০২৪ সালে একটি জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা এএফটি মিসেস ইন্টারন্যশনালের জন্য সিলেক্ট হন তিনি। সারা দেশ থেকে বাছাই করা প্রতিযোগীদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ওই প্রতিযোগিতায় মিসেস ইন্টারন্যশনাল (ফার্স্ট রানার আপ) এর শিরোপা পান তিনি।