দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন তিলোত্তমার মা!

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনায় প্রতিবাদে পথে নেমে সরব হল বিজেপি । রবিবার সকালে আসানসোল শহরের জাতীয় সড়কে প্রতিবাদ মিছিল করেন বিজেপির নেতা ও কর্মীরা । পরে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করা হয়। পাশাপাশি থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে হাতে ব্যানার নিয়ে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ডাক্তারি পড়ুয়ার জন্য ন্যায়বিচার এবং অপরাধীদের ফাঁসি দাবিতেও ওঠে স্লোগান। পরে থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে দুর্গাপুর পুলিশ।

ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় মোট ৫ জনকে চিহ্নিত করেছে তাঁরা। ঘটনাটি ফের প্রশ্ন তুলেছে চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যেই এই ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। এবার এই ঘটনায় সরব হয়েছে চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (ডব্লিউবিডিএফ)। সংস্থার পক্ষ থেকে সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়ে অভিযোগ তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ ব্যর্থ। ছাত্রী ও ইন্টার্নদের বারবার নির্যাতনের শিকার হতে হচ্ছে, অথচ প্রশাসন ও কর্তৃপক্ষ নিষ্ক্রিয়।মেডিক্যাল সার্ভিস সেন্টারের সম্পাদক বিপ্লব চন্দ্র কড়া ভাষায় প্রশ্ন করেন, একটার পর একটা এভাবে নির্যাতন চলতেই থাকবে? অপরাধীরা শাস্তি না পেলে বাংলার কোনও মেয়েই নিরাপদ নয়। অন্যদিকে, ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন তিলোত্তমার মা। নির্যাতিত তরুণীর পরিবার জানিয়ে দিয়েছে, তারা আর মেয়েকে বাংলায় রাখবে না। বাবার অভিযোগ, তাঁর মেয়ে এখানে নিরাপদ নয়। ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ঘটনার পরপরই পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, “আমরা গভীরভাবে মর্মাহত দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীর উপর গতরাতে কলেজ ক্যাম্পাসের বাইরে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনায়। আমরা সকলকে আশ্বস্ত করতে চাই যে, অপরাধীরা কোনোভাবেই শাস্তি এড়াতে পারবে না।