সাংসদের নাম করে মোবাইল ফোন নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলে!
নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার। দুর্গাপুর পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠছিল। সাংসদ কীর্তি আজাদের নাম করে মোবাইল কেনার অভিযোগ উঠেছে মানস রায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, কখনও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের নাম করেও প্রতারণা করেছেন বাবা ও ছেলে। সম্প্রতি এক ব্যক্তির থেকে ১ লক্ষ ৯১ হাজার টাকা প্রতারণা করেছিলেন বলে অভিযোগ। তিনি টাকা না পেয়ে শেষপর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনায় সূত্র ধরে জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দুর্গাপুরের মেন গেট এলাকার বাসিন্দা মহম্মদ আসিফ জানান, তাঁর বোনের ক্যান্সারের চিকিৎসার জন্য নিজের চার চাকা গাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন এবং সেই মতো অনলাইনে বিজ্ঞাপনও দেন। সেই বিজ্ঞাপন দেখে মানসবাবু ও তাঁর ছেলে গাড়িটি কেনেন। কিন্তু অভিযোগ সেই গাড়ির দাম (৮ লক্ষ ৪০ হাজার টাকা) মেটাননি পিতা পুত্র। মানসবাবুর দেওয়া বিভিন্ন ব্যাঙ্কের ৬ টি চেক একের পর এক বাউন্স করে। এমনকি কি একাধিকবার বাড়িতে গিয়েও কাউন্সিলর ও তাঁর পুত্রের দেখা পাননি মহম্মদ আসিফ। অবশেষে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।