দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের চতুর্থ অভিযুক্ত শেখ নাসির উদ্দিনের গ্রেপ্তারে চাঞ্চল্য!
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া তরুণীর গণধর্ষণ মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শেখ নাসির উদ্দিন। এই নিয়ে মত ৪জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। তবে এখনও পঞ্চম অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে জোর কদমে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। বর্তমানে ধৃতের সংখ্যা বেড়ে হল চার জন। রবিবার সকালে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজ্যপুলিশ। ধৃতদের নাম শেখ রিয়াজ উদ্দিন, অপু বাউড়ি এবং ফিরদৌস শেখ। ধৃত তিনজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁদের ১০ দিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। ধৃত তিনজনের বিরুদ্ধে ‘প্রত্যক্ষ প্রমাণ’ মিলেছে বলেও দাবি করেছে পুলিশ। আজ সোমবার, তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হবে। এখনও পর্যন্ত এক অভিযুক্তের খোঁজ মেলেনি। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের ঘটনায় ধৃতদের সকলেরই ডিএনএ পরীক্ষা করা হবে। এখনও আটক রয়েছেন নির্যাতিতার বন্ধু-সহপাঠী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগপত্রে মোট পাঁচ জনের নাম লিখেছিলেন তরুণী। তাঁদের মধ্যে চার জন ধরা পড়েছেন।অভিযোগ, অভিযুক্তরা পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে টেনে নিয়ে যায় ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে। সেখানেই তাঁর উপর নারকীয় নির্যাতন করা হয়। পরে ঘটনাস্থলে আরও দু’জন আসে বলে জানিয়েছেন নির্যাতিতা। তাঁদের দেখে প্রথমে তিনজন পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে ফের ভয় দেখায় তাঁকে। শুধু তাই নয়, তাঁরা নির্যাতিতার মোবাইল ফোন থেকে তাঁর সহপাঠীকে ফোন করে ডেকে আনে এবং টাকার দাবি তোলে।