দুর্গাপুর রেডক্রস সোসাইটির ৫০-তম বর্ষপূর্তি অনুষ্ঠান!
নিজস্ব সংবাদদাতা : রবিবার দুর্গাপুর নগর নিগম তথ্যকেন্দ্রের প্রেক্ষা গৃহে অনুষ্ঠিত হল রেডক্রস সোসাইটির ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠান। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পোন্নাবলম, মহাকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পৌরসভার পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, সহ প্রশাসনিক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা। পাশাপাশি শহরের বিশিষ্ট চিকিৎসক, একাধিক সমাজসেবী সংগঠনের প্রতিনিধি ও রেড ক্রসের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। বিভিন্ন দপ্তরের চিকিৎসকেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে, তাঁরা আগামী দিনে কি কি পরিষেবা দিতে চান সে সংক্রান্ত তথ্য দিয়ে সবাইকে অবগত করেন। অন্যদিকে দুর্গাপুর রেডক্রস সোসাইটির সদস্য সুমিত বন্দ্যোপাধ্যায় জানান তাদের আগামী দিনে পরিকল্পনা রয়েছে চক্ষু ছাড়াও আরও সমস্ত বিভাগের বর্হিবিভাগ চালু করে প্রথম শ্রেণির পরিষেবা দেওয়া। পাশাপাশি প্রতিটা গ্রামে স্বাস্থ্য কর্মী তৈরি করা, যাতে গ্রামে গ্রামে রেডক্রস আরও উন্নত পরিষেবা দিতে পারে।