দুর্গাপুর হাসপাতালে উদ্বোধন হল সিটি স্ক্যান পরিষেবা!
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের অন্যতম সেরা সরকারি হাসপাতালে হিসেবে কেন্দ্রের স্বীকৃতি পেয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। ১৮ই মে রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হল বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা। মহকুমা হাসপাতালের চিকিৎসারত রোগী ও ওপিডি বিভাগের রোগীরাও বিনামূল্যে এই পরিষেবা পাবেন। এই পরিষেবার ফলে হাসপাতালের পরিকাঠামগত উন্নয়নও আরও এক ধাপ এগিয়ে গেল। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এরফলে এবার থেকে একদিকে যেমন রোগীদের সুবিধা হবে অন্যদিকে তেমনি চিকিৎসকরাও উন্নত পরিষেবার ফলে রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা করতে পারবেন। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "দুর্গাপুর মহকুমা হাসপাতলে ১৮ স্লাইস স্ক্যান পরিষেবা আজ থেকে শুরু হলো। বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মানুষ এই হাসপাতলে পরিষেবা পাবে।আগামী দিনে আরো উন্নত হবে সরকারি হাসপাতাল