দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন!
দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রতিদিই বাড়ছে রোগীর চাপ। জরুরি বিভাগের সামনে এতটাই ভিড় হচ্ছিল যে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। তাই রোগীর পরিবার থেকে স্বাস্থ্যকর্মী, প্রত্যেতেই একটা ফাঁকা জায়গায় বড় করে ওপিডি চালু করার দাবি জানিয়ে আসছিলেন। এই পরিস্থিতিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত তাঁরই বন্ধু শিল্পপতি সন্দীপ দে-কে এই বিষয়টি জানিয়েছিলেন। আর তারপরেই উখড়ার বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় বলরাম দে-র দুই পুত্র সন্দীপ দে ও বিশ্বরূপ দে বাবার স্মৃতিতে সিএসআর প্রজেক্ট-এর মাধ্যমে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় করে নতুন এক ওপিডি বানিয়ে দিলেন। রবিবার সেই নয়া ওপিডি-র উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার।