কেঁপে উঠল জাপান,সুনামির সতর্কতা জারি!
নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই কলকাতা-সহ ভারতের বেশ কিছু রাজ্য ভূমিকম্পের তীব্র বেগে কেঁপে ওঠে। এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের মাটি। ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল জাপানের মিয়াজাকি এলাকা। স্থানীয় সময় অনুযায়ী রাত সোয়া ৯টা নাগাদ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ছিল ৬.৮ মাত্রা। জারি করা হয়েছে সুনামির সতর্কতাও। মৃত্যুর খবর তেমন পাওয়া না গেলেও। ক্ষয়ক্ষতি হয়েছে দেশের একাধিক জায়গা। ভূমিকম্পের মাত্রা অতিরিক্ত হওয়ায় সমুদ্রের ঢেউ সমুদ্রপৃষ্ঠ থেকে তিন ফুটেরও বেশি উচ্চতা অবধি উঠে গিয়েছিল। যা সুনামি প্রবণ এলাকাগুলির ক্ষেত্রে ভয়ের বলেই মনে করা হয়। প্রশাসনের তরফে গোটা দেশজুড়ে, বিশেষ করে জাপানের দক্ষিণ-পশ্চিম সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা।