ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের আঠাঙ্গি গ্রামে বালি ব্যবসায়ীর বাড়িতে বড়সড় অভিযান ইডি!
নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের আঠাঙ্গি গ্রামে সোমবার পয়লা ডিসেম্বর নেমে এল হাইভোল্টেজ উত্তেজনা। সোমবার ভোর বেলাতেই বড়সড় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বালি চক্রে আর্থিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এই হানা বলে সূত্রের দাবি।
স্থানীয় বাসিন্দা অভিষেক পাত্র ওরফে বিল্টু, যিনি দীর্ঘদিন ধরে বালি ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাঁর বাড়িতেই প্রথমে পৌঁছয় ED–র দল। ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে হঠাৎ সকালেই অভিযান শুরু হয়।এর আগে বালি পাচার ও দুর্নীতি চক্রে যুক্ত একাধিক ব্যক্তির বাড়িতে ইতিমধ্যেই হানা দিয়েছে ED। নতুন করে অভিষেক পাত্রের নাম উঠে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযান শুরুর পর থেকেই পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। পরিবারের সদস্যদেরও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। গোটা এলাকা বর্তমানে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সোমবার জেলায় জেলায় বালি পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চলছে ইডির।