ফের ইডির তল্লাশি ঝাড়গ্রামে!

নিজস্ব সংবাদদাতা : ফের ইডির তল্লাশি ঝাড়গ্রামে। ED আধিকারিকের একটি দল এসে উপস্থিত হয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। প্রথমে তারা অরুণ শরাফের অফিসে একদফা তল্লাশি চালায়। তারপর সেখান থেকে সরাফের বালি খাদান পৌছায়। সেখানে গোটা এলাকা মেপে দেখে। সাথে স্টক বালির পরিমান ও ফিতা দিয়ে মেপে দেখেন ED আধিকারিক এর দল।পাশাপাশি বিজেপির প্রাক্তন জেলা যুব সভাপতি অনুরন সেনাপতির স্টক বালিও মেপে দেখে তদন্ত কারি দলটি। কারন সূত্রের খবর অনুরন স্টক বালি অরুন সরাফেরবসিও দিয়ে চালাতেন। তাই সেই যোগসূত্র ও সরজমিন এ ক্ষতিয়ে দেখছে তদন্ত কারি সংস্থা।তবে দলে থাকা সদস্যদের সাথে আজ কোনো কেন্দ্রীয় বহিনী নেই। সূত্র মারফত খবর বিশেষ কিছু তথ্য সংগ্রহ করতে আজ তাদের অভিযান।ফের ইডির ঝাড়গ্রামে আসায় কপালে ভাঁজ একাধিক রাজনৈতিক দলের কিছু নেতার।এর আগে অরুন সরাফ এবং সৌরভ রায় সহ একাধিক লোকের বালি খাদান ও অফিসে দুবার তল্লাশি চালিয়ে জরুরি কাগজ ও টাকা উদ্ধার করে।