নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে ৫২ লক্ষ ৩০ হাজার ভোটারকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি!

নিজস্ব সংবাদদাতা : নির্বাচন কমিশন জানিয়েছে যে বিহারে এখন পর্যন্ত ৭ কোটি ৬৮ লক্ষেরও বেশি ভোটারকে বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধন Special Intensive Revision SIR উদ্যোগের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২১ লক্ষ ৩৫ হাজারেরও বেশি ভোটার এখনও পর্যন্ত গণনার ফর্ম পাননি। কমিশন জানিয়েছে, ১৮ লক্ষ ৬৬ হাজার ভোটার আর জীবিত নেই। ২৬ লক্ষেরও বেশি স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে। ৫২ লক্ষ ৩০ হাজার ভোটারকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি।