কাগজ.. কাগজ আমরা দেখাবো- অভিনেতা ও গায়ক অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে হচ্ছে কাগজ!
সেখ ওয়ারেশ আলী : কাগজ, কাগজ আমরা দেখাবো”— যে গানের মাধ্যমে এক সময় ভাইরাল হয়েছিলেন অভিনেতা ও গায়ক অনির্বাণ ভট্টাচার্য, সেই কাগজই এবার বাস্তবে তাঁর জীবনে।যিনি মঞ্চ থেকে 'কাগজ আমরা দেখাবই' বলে হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁরই ডাক পড়ল ৷ ভোটার তালিকার SIR বা ঝাড়াই-বাছাই পর্বে তাঁকেও ডাকা হচ্ছে শুনানিতে।নির্বাচন কমিশনের নির্দেশে চলা এনামুরেশন ফর্ম ফিলাপে অনির্বাণ ভট্টাচার্য ২০০২ সালের ভোটার তালিকার কোনও লিংক উল্লেখ করতে পারেননি। ফলে তাঁর তথ্যের ম্যাপিং সম্ভব হয়নি।
সেই কারণেই শুনানির নোটিস পাঠানো হয়েছে। অনির্বাণের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন এবং একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। তিনি মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরে বিদ্যাসাগর বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ২০০৪ সালে নাট্যকলা নিয়ে পড়াশোনার জন্য তিনি কলকাতায় চলে যান। বর্তমানে তিনি কলকাতার গড়িয়ায় থাকলেও এখনও তাঁর নাম রয়েছে মেদিনীপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ২৯৯ নম্বর বুথের ভোটার তালিকায়।
মেদিনীপুর সদরের মহকুমা শাসক ও E R O মধুমিতা মুখার্জি জানান, যাঁদের ক্ষেত্রে ২০০২ সালের তালিকার কোনও লিংক পাওয়া যাচ্ছে না, তাঁদের প্রত্যেককেই শুনানিতে ডাকা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটার হয়েও বহু মানুষকে এই শুনানি প্রক্রিয়ায় হয়রানির শিকার হতে হচ্ছে। যদিও বিজেপির দাবি, SIR একটি নিয়ম মাফিক ও স্বচ্ছ প্রক্রিয়া, যেখানে সকলেরই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা উচিত।