বিকাল ৫টা পর্যন্ত কোন রাজ্যে কত ভোট!
নিজস্ব সংবাদদাতা : পঞ্চম দফার ভোটে বিকাল ৫টা পযন্ত অভিযোগের সংখ্যা ছাড়াল প্রায় দু হাজার।এখনও পর্য্ন্ত অভিযোগের সংখ্যা ১৯১৩। পশ্চিমবঙ্গের সাত-সহ সারা দেশের মোট ৪৯টি কেন্দ্রে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলা ছাড়াও ভোট রয়েছে বিহারের পাঁচটি কেন্দ্র, ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রে। এ ছাড়া, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তরপ্রদেশের ১৪টি, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোট চলছে সোমবার। বিকেল ৫টা পর্যন্ত দেশের ৪৯টি কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৫৬.৬৮ শতাংশ। রাজ্যের হিসাবে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গেই ৭৩ শতাংশ। তার পরেই রয়েছে লাদাখ। সেখানে ভোট পড়েছে ৬৭.১৫ শতাংশ, ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৬১.৯০ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত বনগাঁয় ৭৫.৭৩ শতাংশ, ব্যারাকপুরে ৬৮.৮৪ শতাংশ, হাওড়ায় ৬৮.৮৪ শতাংশ, উলুবেড়িয়ায় ৭৪.৫০ শতাংশ, শ্রীরামপুরে ৭১.১৮ শতাংশ, হুগলিতে ৭৪.১৭ শতাংশ এবং আরামবাগে ৭৬.৯০ শতাংশ ভোট পড়েছে। ভোটদানের নিরিখে এগিয়ে রইল আরামবাগই।