মেদিনীপুর শহরের ইলেকট্রিক খুঁটি থেকে বিদ্যুৎপৃষ্ট ১৪ বছরের নাবালিকা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  ইলেকট্রিক খুঁটি থেকে বিদ্যুৎপৃষ্ট ১৪ বছরের নাবালিকা। চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার দুপুরে মেদিনীপুর শহর সংলগ্ন কালগাং মালিয়ারা এলাকায় অসাবধানতাবশত একটি বিদ্যুতের খুঁটিতে হাত দিয়ে দেয় ওই নাবালিকা। এরপরই কোন ভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে সে। দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়।