বেপরোয়া বালি বোঝাই ডাম্পারের বলি হস্তিশাবক!

জলপাইগুড়ি নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার  ভোর রাতে বৈকন্ঠপুর বনবিভাগের অধীনে থাকা গজল ডোবা ক্যানেল রোডের এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হস্তিশাবক। ওই সময় বেপরোয়া ভাবে চলা একটি বালি বোঝাই ডাম্পার পিষে দেয় হাতির ছানাটিকে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও বনদফতরের হাতে এসেছে। জঙ্গলের ভিতর থেকে সবেমাত্র বেরিয়েছিল হস্তিশাবকটি। তখনই পিষে দেয় ডাম্পারটি। বুঝতে পেরে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। তারপর আবার ব্যাক গিয়ারে পিছিয়ে এসে পাশ কাটিয়ে চলে যায় ডাম্পারটি। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে হস্তিশাবকটি।এরপর তাকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। গতকাল সেখানেই তার চিকিৎসা চলছিল। শুক্রবার ভোর রাতে মৃত্যু হয় তার। মৃত্যুর পর দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। আর এই ঘটনা আরও একবার এক গুচ্ছ প্রশ্ন তুলে দিল। বালি বোঝাই ডাম্পারের চাকা রুদ্ধ করতে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। বেপরোয়া গতিতে ওই রাস্তায় আগেও প্রাণ গিয়েছে একাধিক মানুষের। স্থানীয় বাসিন্দারাই বলছেন, এখন বাদ যাচ্ছেন না পশুরাও।এই ঘটনায় শুক্রবার ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বনদপ্তর।