আইপ্যাকে ইডি হানার প্রতিবাদে গড়বেতা ১ ব্লক তৃণমূলের ধিক্কার মিছিল!

গড়বেতা অভিজিৎ সাহা : তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজেপি ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে ব্যবহার করছে—এই অভিযোগ তুলে গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, আইপ্যাক (IPAC)-এ ইডি পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল ও তথ্য হাতিয়ে নিয়ে আসন্ন নির্বাচনে বেআইনি ভাবে লাভবান হওয়ার চেষ্টা।এদিনের ধিক্কার মিছিলটি গড়বেতা এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন গড়বেতা বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেত্রী উত্তরা সিংহ হাজরা।

মিছিলে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপি গণতন্ত্রকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধী দল দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।পথসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরা সিংহ হাজরা বলেন, “ইডি হোক বা সিবিআই—সবকটাই এখন বিজেপির রাজনৈতিক হাতিয়ার। ভোটে জিততে না পেরে তৃণমূল কংগ্রেসের তথ্য চুরি করার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে।”মিছিলে গড়বেতা এক নম্বর ব্লকের বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের এই “স্বৈরাচারী ও গণতন্ত্র-বিরোধী পদক্ষেপের” বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল নেতৃত্ব।