পরিবেশ সচেতনতা মূলক পথসভা!
নিজস্ব সংবাদাতা : 'সবুজ মঞ্চ'-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে পরিবেশ সচেতনতা মূলক পথসভা ও প্রচার অভিযান অনুষ্ঠিত হলো মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মেন গেটের সম্মুখভাগে। এদিন প্লাস্টিক দূষন,শহরের বর্জ্য ব্যবস্থাপনা,নদী দূষণ, জঙ্গলে আগুন লাগানো, উন্নয়নের নামে পরিনত গাছ কেটে ফেলা, শব্দ দানবের তান্ডব প্রভৃতি বিষয়ে সোচ্চার হন সংগঠনের সদস্য -সদস্যারা।গাছ লাগানোর সাথে গাছ বাঁচানোর জন্য সবাইকে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণের বার্তা দেন পরিবেশ কর্মীরা।শব্দ দূষণ বা শব্দ দানবের
উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা ঝর্ণা আচার্য্য, সহ-সভাপতি হীরক অট্ট,সহ-সম্পাদক মনিকাঞ্চন রায় লেখক গবেষক শান্তনু পান্ডা, শিল্পী ইন্দ্রদীপ সিনহা,সংগঠক সনাতন শীট,সোমা নায়েক, সমাজকর্মী শিক্ষক সুদীপ খাঁড়া, বিজ্ঞান কর্মী বাবুলাল শাসমল প্রমুখ।পথ সভা থেকে নাগরিকদের মধ্যে সচেতনতা ও পরিবেশ দূষনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মাইক প্রচারের পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়।