ইউরো কাপে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
নিজস্ব সংবাদদাতা : ইউরো কাপে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনিই প্রথম ফুটবলার যিনি ছ’টি ইউরো কাপ খেললেন। চেকিয়ার (চেক প্রজাতন্ত্র) বিরুদ্ধে মঙ্গলবার রাতে খেলতে নামার সঙ্গে সঙ্গেই এই রেকর্ড গড়লেন রোনাল্ডো। তাঁর দল এ বারের ইউরো কাপে প্রথম ম্যাচ জিতে শুরু করল। চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল পর্তুগাল।
অবশেষে পর্তুগিজ শিবিরে খুশির হাওয়া আনেন রোনাল্ডোর হাঁটুর বয়সি প্লেয়ার। অ্যাডেড টাইমে পর্তুগালের জয়সূচক গোল করেন সুপার সাব ফ্রান্সিসকো কনসেসাও। বয়স ২০, জার্সি নম্বর ২৬! বাঁ দিক থেকে শট নিয়েছিলেন নেটো। চেক ডিফেন্ডার রানাক তা আটকানোর চেষ্টা করলেও পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। সামনেই ছিলেন পর্তুগালের তরুণ ফুটবলার। কয়েক সেকেন্ড আগেই মাঠে নামা ২০ বছরের কনসেসাও সুযোগ মিস করেননি। খালি হাতে মাঠ ছাড়ার পরিস্থিতি থেকে পুরো তিন পয়েন্ট নিয়েই যাত্রা শুরু রোনাল্ডোদের।