প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়!

নিজস্ব প্রতিবেদন:  চলে গেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ অংশুমান গায়কোয়াড় ৷ দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ গত মাসে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা করাতে ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ বুধবারই থেমে গেল লড়াই ৷ বরোদায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া ৷

বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র আধিকারিক ইটিভি ভারত-কে জানান, বুধবার রাত 10টা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অংশুমান গায়কোয়াড় ৷ বৃহস্পতিবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷" গায়কোয়াডের মৃত্যুতে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন,"ভয়ঙ্কর সংবাদ"।

গায়কোয়াডের পাশে শেষপর্যন্ত ছিলেন তাঁর প্রাক্তন সতীর্থরা। কপিল দেব থেকে দিলীপ ভেঙসরকার সবাই পাশে ছিলেন তাঁর। এমনকী যখন চিকিৎসার জন্য লন্ডন যান, সেইসময় তাঁর হাত ফাঁকা ছিল। কপিল ভারতীয় বোর্ড কর্তাদের অনুরোধ করেছিলেন যাতে অংশুমানের পাশে থাকে। সেইমতো বোর্ড তাঁকে এক কোটি টাকা অর্থ সাহায্যও করেছিল। 

২২ বছরের কেরিয়ারে ৪০টি টেস্ট খেলেছেন তিনি। ১৯৭৪ সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়। ৪০টি টেস্টে রান করেছিলেন ১৯৮৫। দুটি সেঞ্চুরি এবং ১০টি হাফসেঞ্চুরি ছিল। সর্বোচ্চ রান ২০১ চেন্নাইতে। মোট ১৫টি ওয়ান ডে ম্যাচে ২৬৯ রান করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২১৩৬ রান করেন, সেঞ্চুরির সংখ্যা ৩৪টি। তিনি সুনীল গাভাসকারের সঙ্গে টেস্টে ওপেনে নামতেন। রাতেই সমগ্র ক্রিকেটমহল এই নামী ক্রিকেট ব্যক্তিত্বকে শ্রদ্ধায় ও স্মরণে ভরিয়ে তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন।

৮৩-র বিশ্বজয়ী দলের ক্যাপ্টেন কপিল দেব এবং ভারতীয় ক্রিকেটের অন্যান্য কিংবদন্তি মহিন্দর অমরনাথ, সুনীল গাভাসকর, সন্দীপ পাতিল, দিলীপ বেঙ্গসরকার, মদনলাল, রবি শাস্ত্রী, কীর্তি আজাদরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কোনও সহযোগিতাই অবশ্য প্রাণ বাঁচাতে পারল না দেশের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অংশুমান গায়কোয়াড়ের।